নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (সনেট) ‘‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্টিত হবে।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুদের বিনামূল্যে ১ ডোজ টাইফযেড টিকা প্রদান করা হবে এবং যশোর জেলায় ৭ লাখ ৭৬ হাজার ৭৪৯ জন শিশু এই কার্যক্রমের আওতায় আসবে। এ কাজে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মোঃ মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এই কনসালটেশন কর্মশালায় কি-নোট উপস্থাপন করেন যশোরে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারভিলেন্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ সামিনা পারভিন।
কর্মশালায় যশোর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৬৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

