শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠ কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এমএম কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ তাজমুল ইসলাম।

 

মাসব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে জেলা সরকারি গণগ্রন্থাগারের একটি টিম যশোর জেলার ১০টি স্কুলে গিয়ে প্রাথমিক বাছাই পর্বের আয়োজন করে। প্রতি স্কুল থেকে ৩ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। ফাইনাল পর্বে প্রাথমিক (ক গ্রুপ) ও মাধ্যমিক (খ গ্রুপ)দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ক গ্রুপে প্রথম স্থান অর্জন করেন সোহানা খান (পঞ্চম শ্রেণি, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ), দ্বিতীয় স্থান আঈয়ান শাহীন (পঞ্চম শ্রেণি, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ) এবং তৃতীয় স্থান মাহাদী হাসান (পঞ্চম শ্রেণি, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়)।

খ গ্রুপে প্রথম হন রাইয়ান সাদিক (নবম শ্রেণি, যশোর জিলা স্কুল), দ্বিতীয় হন তাহেরা রহমান (নবম শ্রেণি, সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়) এবং তৃতীয় হন ইফফাত জামান রায়া (অষ্টম শ্রেণি, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বিজয়ীদের হাতে সনদপত্র ও মূল্যবান বই তুলে দেন। এছাড়া সকল প্রতিযোগীকে শুভেচ্ছা পুরস্কার হিসেবে বিশ্ব মানচিত্র প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ