সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে দিনেদুপুরে চা দোকানী খুন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় দিনেদুপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির নামে এক চা দোকানী খুন হয়েছে। মশলা মুড়ি খেতে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনসহ হত্যার কারণ ও জড়িতদের আটকে কাজ শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস এবং রড মিস্ত্রি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পিতার অসুস্থাতার কারণে সম্প্রতি তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে আসেন এবং পিতার চায়ের দোকান পরিচালনা শুরু করেন। আজ দুপুর ১২টার দিকে নিজ দোকানের পিছনে ড্রেনের উপর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে কান্নার রোল পড়েছে তার বাড়িতে।
এদিকে নিহত সাব্বিরের মায়ের দাবি তার ছেলে মুসা নামে এক যুবক ফোন করে মশলা মুড়ি খেতে ডেকে নিয়ে যায় এবং হত্যা করে। তিনি বলেন, ‘আমিও দোকানে ছিলাম। মুসা বারবার ফোন দিচ্ছিলো। একপর্যায়ে দোকান থেকে বের হয়ে মুসার সাথে বাসটার্মিনালের পিছনে ড্রেনের উপর দেখা করতে যায় সাব্বির। পরে লোকমুখে শুনতে পারি তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আমার সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেটাকে ওর হত্যা করেছে আমি এর বিচার চাই।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এবং হত্যার কারণ ও জড়িতদের আটকে কাজ শুরু করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে এসেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত সাব্বির হোসেন বাসটার্মিনাল সংলগ্ন শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার আকবর হোসেনর ছেলে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ