নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সুন্দরবন অঞ্চলের উদ্যোগে যশোরে শুরু হয়েছে ২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমিতে এউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহসভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌাফিক হাসান ময়না, একরামুল হক লিকু, গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়ক হাসান হাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাসউদ জামান, আলেয়া আক্তার প্রেমা, রুমানা পারভীন, সোহেল রানা, বায়েজিদ হোসেন, অমিত ঘোষ ও যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকর দাস রতন উপস্থিত ছিলেন।
দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

