শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে দু’কোটি টাকার স্বর্ণের চালানসহ ২ পাচারকারী আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা মূল্যের স্বর্ণবারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)। তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন,একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ঢাকার তাতিবাজারের চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা এবং অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ