মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক গুরুতর জখম

আরো খবর

 

যশোর প্রতিনিধি যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রিপন হোসেন (২৮) নামে এক ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের বেজপড়া টিবি ক্লিনিক মোড়ে এ ঘটনাটি ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিপন হোসেন বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের শাহজাহানের ছেলে। তিনি জুতা ব্যবসায়ী।
হাসপাতালে চিকিৎসাধীন রিপন হোসেন জানান, সোমবার সন্ধ্যার দিকে তিনি টিবি ক্লিনিক মোড়ে মিন্টুর কাঠগোলার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একই এলাকার আলামিনসহ পাঁচ থেকে ছয়জন তার ওপর হামলা চালায়। এসময় তারা তার পিঠ, উরু, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ৯টি ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুতই হামলাকারী সন্ত্রাসীদের আটক করা হবে।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ