শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে নবাগত পুলিশ সুপারের যোগদান

আরো খবর

বিশেষ প্রতিনিধি:
যশোরে নবাগত পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ যোগদান করেছেন। ৩১ আগষ্ট শনিবার তিনি যোগদানকালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এরপর নবাগত পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ লাইন্স পরিদর্শন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসাইন, পিপিএম, ( ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এর আগের পুলিশ সুপার মোঃ মাসুদ আলমকে সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি কার্যালয় সংযুক্ত করা হয়েছে। তিনি গত কয়েক মাস আগে মাদারীপুর জেলা থেকে যশোর জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব¡ পালন করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ