শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে নানা আয়োজনে শেষ হলো  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ মে) জিলা স্কুল অডিটোরিয়ামে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার ও অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন।
যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির খালিদ সাইফুল্লাহ প্রথম, যশোর জিলা স্কুলের ১০ম শ্রেণির আব্দুল্লাহ ইবনে জায়েদ দ্বিতীয়, পুলিশলাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির আফিফ বিন ফাঈদ তৃতীয় হয়েছে। জেলা পর্যায়ে অলিম্পিয়ড প্রতিযোগিতায় দাউদ পাবলিকের হাসিন শাহরিয়ার আকাশ প্রথম, পুলিশলাইন স্কুলের ফাহিম আবিদ নাফি দ্বিতীয় ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নিয়ামুল হাসান লিয়ন তৃতীয় হয়েছে।   সিনিয়র গ্রুপে অলিম্পিয়ড প্রতিযোগিতায় আকিজ কলিজিয়াট স্কুলের ফাহমিদা মুন্নি প্রথম, ক্যান্টনমেন্ট কলেজের আব্দুল্লাহ আল নোমান দ্বিতীয় ও আকিজ কলিজিয়াট স্কুলের ফেরদৌস ফাহাদ তৃতীয় হয়েছে।

সিনিয়র গ্রুপে বির্তক প্রতিযোগিতায় আকিজ কলিজিয়াট স্কুলের অহনা রেজা প্রথম, আইরিন নাহার দ্বিতীয় ও অরিত্র দত্ত তৃতীয় হয়েছে। উপস্থিত বক্তৃতায় নওয়াপাড়া মডেল স্কুলের লামিয়া জামান প্রথম, জিলা স্কুলের রুদ্র রায় দ্বিতীয় ও শুভজিৎ সরকার তৃতীয় হয়েছে। সিনিয়র গ্রুপে উপস্থিত বক্তৃতায় আকিজ কলেজের অহনা রেজা প্রথম, ডা. আব্দুর রাজ্জাক কলেজের মিথুন চন্দ্র দত্ত দ্বিতীয় ও আকিজ কলেজের আইরিন নাহার তৃতীয় হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ