শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ এবং এমএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের এ দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পাশাপাশি এ দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয় ঘটে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম থেকে আজকের স্মার্ট বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা তার সূতিকাগার এই মুজিবনগর সরকার।


সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জিলা স্কুলের শিক লণ কুমার বিশ্বাস ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক সাইদুজ্জামান।
মুজিবনগর দিবস উদযাপন উপলে সরকারি সিটি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি কলেজের অধ্য প্রফেসর জামসেদ আলী সরদার। বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক কৃষি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক পরিষদের সম্পাদক আব্দুল হালিম, বাংলা বিভাগের অধ্যাপক বিকাশ চন্দ্র রায়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা খানম,আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক সফিকুর রহমান এবং অর্থনীতি বিভাগের আনন্দ কুমার ঘোষ। সভা সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক হাবিবুর রহমান।
হামিদপুর আল হেরা কলেজে দিবসটি উদযাপনে নানা আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। অধ্য মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ শিরিন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী।
এদিকে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি হুমায়ুন কবির কবু ও মীর জহুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার,কার্যনির্বাহী সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা ছাত্র লীগের সভাপতি সালাউদ্দিন পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।

 

আরো পড়ুন

সর্বশেষ