শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে নাশকতা মামলার পলাতক আসামী সোহাগ গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:নাশকতা ও বোমা বিস্ফোরক মামলায় পলাতক আসামী শেখ হাসান আলী সোহান ওরফে ডেঞ্জার সোহাগকে কোতয়ালি থানা পুলিশ শনিবার সকালে শংকরপুর বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছে। সে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গঙ্গাধর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের শেখ ধলু মিয়ার ছেলে।
তাকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানার মামলা নং৬৫,তারিখঃ ১৯/০৫/২৩ইং ধারা ১৫(৩)/২৫ ৪ স্পেশাল এ্যাক্ট তৎসহ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। কোতয়ালি থানার এসআই অমিত কুমার দাস তাকে  গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকসহ ৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকান্ডসহ নানা অভিযোগ রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ