শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে নিরাপদ খ্যদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রনালয়ের জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’ এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, আমাদের সু ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। যে যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় এখানে সক্রিয় অংশগ্রহন করতে হবে। এলক্ষ্যে ভ্রাম্যমান আদালত নিয়মিত করা হবে। যশোর পৌরসভা ও বড় বাজার পরিচালনা কমিটিকে ভূমিকা রাখতে হবে।

প্রয়োজনে সকলের অংশ গ্রহনে নিরাপদ খাদ্য বলয় গঠন করা হবে। সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন   অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: মঞ্জুরুল হক, নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

উপস্থিত ছিলেন যশোর বড় বজার সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু, বিসিক যশোরের সভাপতি সাকির আলী, মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা প্রমুখ। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়, বড় বাজারকে আধুনিয়াক রপায়ণে পরিবর্তন করা হবে। মাংসের দোকান, বেকারি, খাদ্য তৈরির কারখানা, খাদ্য বিপনন ব্যবস্থায় যথাযথ কতৃপক্ষকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। এখানে কোন অনিয়ম চলতে দেওয়া হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ যশোর সমন্বয় সভাপর আয়োজন করে। ে

 

আরো পড়ুন

সর্বশেষ