নিজস্বপ্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় প্রশাসন ও বিদ্রোহী প্রার্থীদের বাধাদানের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন নৌকার প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের অসহযোগিতা ও বিদ্রোহী প্রার্থীদের অব্যাহত হুমকির মুখে তিনি এবং তার কর্মীরা নির্বাচনী প্রচারনা চালাতে পারছেন না। নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইতে গেলে হুমকি ও হামলার শিকার হতে হচ্ছে। তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েও পাচ্ছেন না।
তিনি অভেযোগ করে বলেন, মনিরামপুর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার নির্দেশে প্রশাসন কানে তুলো দিয়ে বসে আছে।ি তনি বলেন বিদ্রোহী প্রার্থীরা জামায়াত ও বিএনপির ক্যাডার বাহিনী ভাড়া করে এলাকায় দাপিয়ে বেড়ালেও স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চুপহয়ে বসে আছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৌকার প্রার্থী আসমাতুন্নাহার। এ সময় বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি হানিফ খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক অলিয়ার রহমান, ইকবাল হোসেন, মহিবুল্লাহ মহিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
