শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে পথ শিশুদের পাশে বিএসপি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:শুধুমাত্র সাহিত্য চর্চায় নিজেদের সীমাবদ্ধ না রেখে নানান সামাজিক এবং মানবিক কাজও ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি) যশোর করে আসছে। সেই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পথ শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের ঈদ উপহার প্রদান করেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে শহরের পোস্টিফিস পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে পথ শিশুদের ঈদ উপহার প্রদান করে।

বিএসপি সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ইস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আমির হোসেন মিলন, সুরাইয়া শরীফ, অরুণ বর্মন, আহমেদ মাহবুব ফারুক, এম এ কাসেম অমিয়, শেখ হামিদুল হক,

কাজী নূর, সঞ্জয় নন্দী, সীমান্ত বসু, শরিফুল আলম, সানজিদা ফেরদৌস, আমিনুর রহমান,  সীমান্ত বসু প্রমুখ। অনুষ্ঠানে পথ শিশুদের ঈদ উপহার প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ