নিজস্ব প্রতিবেদক: যশোরের পল্লীতে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবক ও প্রবাসীর স্ত্রীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজাপুর জমাদ্দারপাড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত অনুমান ১১ টায় রাজাপুর গ্রামের প্রবাসী আবু হাসানের স্ত্রী মনিরা খাতুনের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় একই গ্রামের আবু মুসার ছেলে হাদিউজ্জামান। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে এলাকাবাসী উভয়কে হাতেনাতে ধরে চাঁনপাড়া পুলিশে সোপর্দ করে।
পরে চাঁনপাড়া ক্যাম্পের এএসআই আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ ধর্ষক হাদিউজ্জামান ও মনিরাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন।
শুক্রবার দুপুরে একজন চেয়ারম্যানের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকে আদালতে চালান না দিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে চাঁনপাড়া ক্যাম্পের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমি জানিনা। এব্যাপারে এএসআই আবু তাহেরের সাথে কথা বলেন।এসআই আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয়কে আটক করার পর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করি। তিনি উৎকোচ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন।
এব্যাপারে ১২ নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দু-পক্ষের কারো কোন অভিযোগ না থাকায় বিষয়টি তদন্ত অফিসারের মাধ্যমে থানা থেকে মীমাংসা করে দেয়া হয়েছে।

