শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে পল্লী বিদ্যুৎ সমিতি সদস্যদের কর্মবিরতি অব্যাহত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার যশোরের পুলেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের মুল ফটকে এ কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতিতে বক্তারা জানান, সব পেশায় ঝুকি ভাতা আছে। কিš‘ দেশের ১২ কোটি গ্রাহকের সেবা প্রদানকারী এবং সবচেয়ে ঝুকিপূর্ণ কাজ আমরা করলেও কোন প্রকার ঝুকি ভাতা আমাদের দেয়া হয় না।

এসময় কর্মকর্তারা আরো জানান, তাদের এ কর্মবিরতি চলমান আছে এবং যতদিন তাদের দাবী মেনে না নেওয়া হবে ততদিন কাজে ফিরবেন না।

জরুরী বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করলেও অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ফলে বিদ্যুৎ সেবা যে কোন সময় বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ