শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে পিতা-পুত্রকে আহত করার অভিযোগ আ’লীগ নেতার বিরুদ্ধে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : যশোরের হামিদপুরে জমি নিয়ে বিরোধে জেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে পিতা-পুত্রকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ঐ এলাকার বাসিন্দা এবিএম জাফরী (৩৮) ও তার পিতা আসাদুজ্জামান (৬৫)। তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

আহত জাফরী অভিযোগ করে বলেন, হামিদপুর গ্রামের হারেজ ফকিরের বাড়ির সামনে ৩০ বছর আগে তার পিতা শিল্প ব্যাংক থেকে ১০ একর জমি ক্রয় করেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ও তার পিতা ঐ জমিতে কলাগাছ রোপণ করতে যান। এসময় সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও তার নেতৃত্বে ১২-১৫ জন ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় শহিদুল ইসলাম মিলন ঐ জমি তার বেয়াইয়ের বলে দাবি করেন। এ সময় দু’পরে কথা-কাটাকাটির একপর্যায়ে শহিদুল ইসলাম মিলনের লোকজন জাফরী ও তার পিতার উপর হামলা চালান। জাফরী ও তার পিতা আসাদুজ্জামান আহত হলে গ্রামবাসী প্তি হয়ে হামলাকারীদের ধাওয়া করে। ধাওয়ার মুখে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি তাঁর বেয়াই নুরুল ইসলামের। তার জমি জবর দখল হচ্ছে এমন খবর পেয়ে তার বেয়াইন কয়েকজন লোক নিয়ে ঘটনাস্থলে যান। এসময় তারা বেয়াইনকে সম্মানহানি করে কথা বলতে থাকে। এর প্রতিবাদ করলে জাফরি ও তার লোকজন তেঁড়ে এসে হামলা চালায়। এতে বেয়াইনের সাথে থাকা ৪ জন আহত হয়েছে। তারা হলেন, ঘোপের আশিকুর রহমান, মোস্তাকিন,পাচবাড়িয়ার মেহেদি হাসান ও উপ-শহরের সাইফুল ইসলাম। তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে । হামলার ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে তিনি জানান। এদিকে ঘটনার ব্যাপারে আজ প্রেসকাবে সংবাদ সম্মেলন আহবান করেছে এবিএম জাফরী।

আরো পড়ুন

সর্বশেষ