নিজস্ব প্রতিবেদক:যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ করা হয়। এসময় প্রায় তিনশত কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক শ্রীমতি বিপ্লবী রানী ।
এসময় তিনি বলেন, আমরা জেলা পুলিশের পাশা-পাশি পুনাকের সদস্যরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা চেষ্টা করি সমাজের পিছিয়ে পড়া লোকদের জন্য কিছু করার, মূলত তারেই ধারাবাহিকতায় আজকেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো আমাদের এই কার্যক্রম গুলো আরো বেশি করে চালিয়ে যেতে এবং এতো সুন্দর একটি প্রোগ্রামে জেলা পুলিশ সহযোগিতা করাই ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর পুনাকের অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমার্যাদার কর্মকর্তাগণ।

