শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যার চেস্টা

আরো খবর

প্রতিবেদক :

যশোর পৌর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে সন্ত্রাসীরা কুপিয়েছে। ৩০ মে রাত ৮টার দিকে শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এই ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুলকে কুপিয়েছে সন্ত্রাসীরানাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষাদর্শী জানান,নাজিরশংকরপুর এলাকায় রোববার রাতে হত্যার শিকার সন্ত্রাসী আফজাল হত্যাকাণ্ডের রেশ ধরে এ হামলার ঘটনা ঘটেছে। নিহত আফজালের বন্ধু ওই এলাকার সাকিবসহ কয়েকজন আফজালকে তালতলা কবরস্থানে দাফন শেষে জিরো পয়েন্ট মোড়ে কাউন্সিলর বাবুলের উপর হামলা চালায়। এ ঘটনায় এলাকায় ও হাসপাতাল চরম চত্বরে উত্তেজনা বিরাজ করছে।

অপর একটি সূত্র জানিয়েছে। ২৯ মে শহরের রাতে এলাকার চাতালের মোড়ে আফজাল হোসেন নামে যুবক খুনের প্রধান অভিযুক্ত ট্যারা সুজনের সেল্টারদাতা হিসেবে ওই জনপ্রতিনিধিকে সন্দেহ করে হত্যা চেষ্টা চালাতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ