শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে প্যালস্টোইন সংহতি কমটিি গঠন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
প্যালেস্টাইন সংহতি কমিটি গঠন হ’ল যশোরে। বৃহস্পতবিার ২৮ র্মাচ দুপুরে প্রেসক্লাব যশোরে এক সভা প্রফেসর জনাব ইসরারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্যালেস্টাইনে দখল ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন।

সভায় প্রফেসর জনাব ইসরারুল হক কে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট প্যালেস্টাইন সংহতি কমিটি গঠন করা হয়। আগামী ৩ এপ্রিল সকাল ১১ টায়ইজরায়েল কে জাতিসংঘ থেকে বহিষ্কার ও গণহত্যার দায়ে বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষনা করে।

সভায় আলোচনা করেন জনাব ইকবাল কবির জাহিদ, এড. শহিদ আনোয়ার, অধ্যাপক মফিজুর রহমান রুন্নু, এড.মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, তসলিম উর রহমান, ইলাদাদ খান, চৌধুরী মাহমুদ রেজা, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, নাসির আহমেদ সেফাড, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির সেতু, নওশের আলী, উজ্জ্বল বিশ্বাস,জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ