নিজস্ব প্রতিবেদকঃ যশোরে যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে “হলিডে মার্কেট” চালু হতে যাচ্ছে। শহরের পরিদর্শন বাংলো সড়কে “হলিডে মার্কেট” উদ্বোধন করা হবে। যা যশোরে এই প্রথম মার্কেট চালু হতে যাচ্ছে। যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশের সভাপতিত্বে মার্কেট উদ্বোধন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব সাইফুজ্জামান পিকুল।
পবিত্র ঈদকে সামনে রেখে উদ্যোক্তারা তাদের তৈরী হস্তশিল্প, তৈরী পোশাক, প্রসাধনি সামগ্রী, খাদ্যপন্য সহ সৌখিন জিনিসপত্র সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করবে ফলে মধ্যস্বত্বভোগী না থাকায় ক্রেতারা সাশ্রয়ী মুল্যে পন্য কিনতে পারবেন বলে জানিয়েছে মার্কেট কর্তৃপক্ষ ।
উদ্যোক্তাদের নিজস্ব উদপাদিত পন্য ও খাদ্যপন্য বিক্রয় ও প্রদর্শনির ল্েয প্রতি শুক্রবার ও শনিবার ছুটির দিনে সবার জন্য এই মার্কেটটি খোলা থাকবে। এই উদ্যোগের মাধ্যমে কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে আয়োজকরা মনে করছে। নারী উদ্যোক্তাদের পন্যের প্রচার, প্রসার ও প্রদর্শনির ল্য নিয়ে কাজ করবে হলিডে মার্কেট এসোসিয়েশন যশোর। মার্কেট উদ্বোধন উপলে জেলা পরিষদের চেয়ারম্যন ও পৌরসভা মেয়র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
ইতিমধ্যে প্রায় ৫০জন উদ্যোক্তা স্টলের জন্য বুকিং দিয়েছেন এবং উদ্যোক্তারা আশা করছেন ১০০টির ও বেশি ষ্টল বসবে এখানে। বিভিন্ন ব্যাংক, ফিন্যান্স কোম্পানী গুলো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং উদ্যোক্তাদের ঋণ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন। অনলাইন প্লাটফরমের উদ্যোক্তাগন তাদের পণ্য প্রদর্শনী করার সুযোগ পাবেন। যশোর পৌরসভা ও যুবউন্নয়ন অধিদপ্তর সার্বনিক তদারকি করবেন এবং হলিডে মার্কেট এসোসিয়েশন সার্বিক পরিচালনায় থাকবেন। উদ্যোক্তারা সর্বসাধারনকে আমন্ত্রন জানিয়েছেন।
