শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ১৮৮ পরিবার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলো আরো ১৮৮ পরিবার। একই সাথে সদর উপজেলা গৃহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। এনিয়ে জেলায় ৪ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুইশতক জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এর আগে জেলায় ২ হাজার ৪ পবিারকে উপহারের ঘর  দেয়া হয়।

এ উপলক্ষে সদর উপজেলা পরিষদে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরা উল হাসান মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, উপজেলা নির্র্বাহী অফিসার অনুপ কুমার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল,মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা মিলি,অনুষ্টানটি সঞ্চালনা করেন  সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান।

 

আরো পড়ুন

সর্বশেষ