শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে প্রাচ্যসংঘের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আরো খবর

নিজস্ব প্রতিনিধি প্রাচ্যসংঘের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে।  সোমবার (১জানুয়ারি) সন্ধ্যায় প্রাচ্য ক্যাম্পাসে অবস্থিত ওবায়দুল বারী হলে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মাহমুদুল করিম মামুন ও সাধারণ সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো নবনির্বাচিত সভাপতি কাসেদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইটের হাতে কাগজপত্র তুলে দেওয়ায় মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে গত ২৫  ডিসেম্বর সদস্যদের ভোটের মাধ্যমে কার্যকরি কমিটি গঠিত হয়।নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আজকের অনুষ্ঠান আয়োজন করে সংগঠনের সর্বোচ্চ পরিষদ তথা সুপ্রিম কাউন্সিল।

অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালন করেন সুপ্রিম কাউন্সিল সদস্য আকসাদ সিদ্দিকী শৈবাল। নীতিনির্ধারণী আলোচনা করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়া ও প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন। তারা নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।

পরে নবনির্বাচিতদের পরিচয় করিয়ে দেন নয়া কমিটির সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট। সমাপনী বক্তব্য রাখেন নতুন সভাপতি কাসেদুজ্জামান সেলিম।

আরো পড়ুন

সর্বশেষ