শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে প্লাইউডে আগুন ৩০ কর্মচারীর মানবেতর জীবনযাপন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর সদরের মধুগ্রামে আগুনে পুড়িয়ে দেয়ায় প্লাইউডের ৩০জন কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। ভাঙচুর ও পুড়িয়ে দেয়ার ঘটনায় প্লাইউডের মালিকগোপাল চন্দ্র যশোর কোতয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট রাত ২টার দিকে অজ্ঞাতনামা ২৫/৩০ মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র লাঠিশোটা ও পেট্রোল সহকারে প্রতিষ্ঠানে ঢুকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসময় প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। এতে প্রতিষ্ঠানের ৩০ কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক থানার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাশকে দায়িত্ব দিয়েছেন।

এসআই অনুপ কুমার দাশ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোপাল চন্দ্রের প্লাইউডের কারখানায় আগুন দেয়া হয়েছে। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ