শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ফটোস্ট্যাট দোকান থেকে মাদকসহ গ্রেফতার ৩

আরো খবর

বিশেষ প্রতিনিধি:যশোরে ১৭৮ বোতল ফেনসিডিল ও ৮টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। শনিবার (৭অক্টোবর) ভোররাতে শহরের প্রধান ডাকঘরের সামনে একতা ফটোস্ট্যাস্ট এন্ড কম্পিউটারের দোকান থেকে তাদের আটক করা হয়। এই ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আটককৃতরা হলো, যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় ধানমন্ডি রোডের মৃত শহিদুল ইসলামের ছেলে শান্তি মিয়া শান্ত ওরফে মিজানুর রহমান, চৌগাছার জিওলগাড়ি গ্রামের ফারুক উদ্দিনের ছেলে ইমাম হাসান সাগর ও রাজাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে পাপ্পু মিয়া।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হাসান সাংবাদিকদের জানান, শুক্রবার ৬ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন প্রধান ডাকঘরের সামনে একতা ফটোস্ট্যাস্ট এন্ড কম্পিউটার নামক দোকানের মধ্যে একটি চক্র মাদকের কারবার করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন জনকে ১৭৮ বোতল ফেনসিডিল ও ৮টি মোবাইল ফোনসহ আটক করা হয়

আরো পড়ুন

সর্বশেষ