শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ফটো সেশনে শেষ হলো সমবায় মন্ত্রণালয়ের ৪ অনুষ্ঠান

আরো খবর

অসীম বোস:একই মঞ্চ অতিথি শ্রতাও অভিন্ন শুধু ব্যানার পাল্টিয়ে দেড় ঘন্টায় সম্পন্ন করা হলো জন গুরুত্বপুর্ণ সরকারি ৪ অনুষ্ঠান।
শনিবার যশোর সদর উপজেলা পরিষদের হল রুমে একজন অতিরিক্ত সচিবের উপস্থিতিতে ব্যানার সর্বস্ব এই অনুষ্ঠান গুলো সম্পন্ন করা হয়েছে। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে অনুষ্ঠানে উপস্থিতি অতিথি-শ্রতাদের মধ্যে। তাদের প্রশ্ন একটি অনুষ্ঠানের দাওয়াত দিয়ে এ্কই মঞ্চে ৪ টি অনুষ্ঠান করার হেতু ি
কী।
আয়োজক কর্তৃপক্ষের এমন কান্ড দেখে অনেকের মন্তব্য বড় ধরনের ঘাপলা জায়েজ করতে এমনটি করা হতে পারে। অনুষ্ঠান গুলোর আয়োজক ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন যশোরে জেলা পর্যায়ের কর্মকর্তারা।
ওই অনুষ্ঠানে আমন্ত্রিত একজন ষ্টেকহোল্ডার জানান, জেলা সমবায় অফিসার এস এম মঞ্জুরুল হক স্বাক্ষরিত আমন্ত্রন পত্রে উল্লেখ ছিল ” জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের অংশ গ্রহণে সভা অনুষ্ঠিত হবে”।

সকাল ১০ টায় ওই সভা সভা শুরু হওয়ার কথা থাকলে তা আরম্ভ হয় বেলা ১১ টার পর। কিছুক্ষণ সভা চলার পর শুরু হয় ব্যানার পরিবর্তন আর ছবি সেশরনর পালা।

আমন্ত্রন ছাড়া আরো যে ৩ টি অনুষ্ঠানের ছবি সেশন করা হয়েছে তা হচ্ছে ’তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি করণ’, ’অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে ষ্টেকহোল্ডার সমন্বয়ে অবহিতকরণ সভা’ ও ’গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন’।

পর পর ৪ টি ব্যানার পাল্টিয়ে ছবি সেশন করে জনগুরুত্বপুর্ণ এই অনুষ্ঠানগুলা শেষ করা হয়। সবগুলো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা। এই অনুষ্ঠান করতে ঢাকা থেকে বিমানে উড়ে আসেন তিনি। সফরসঙ্গি হিসেবে ছিলেন একজন যুগ্ম সচিবসহ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। সন্ধ্যায় বিমানে উড়ে তারা আবার ঢাকায় ফিরে যান।

অনুষ্ঠানে কোন প্রধান অতিথি বা বিষয় ভিত্তিক বিশেষ কোন আলোচক ছিলেন না। অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের উপস্থিতিও ছিল কম।

এবিষয়ে বিআরডিবির উপ-পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,মন্ত্রণালয় থেকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন করা হয়। সব কিছু করেছেন তারা(মন্ত্রণালয়)। এক্ষেত্রে তাদের কিছু করার ছিল না।

আরো পড়ুন

সর্বশেষ