নিজস্ব প্রতিবেদক:যশোরে ফের মাটিটানা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নারির মৃত্যু হয়েছে। নিহত রোমা (২৮) মনিরামপুর উপজেলার গোড়াগাছি গ্রামের আবুল হোসেনের মেয়ে।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সদর উপজেলার গলদা ও পলাশি বাজারে মাঝখানে।
নিহতের ভাই রফিকুল জানায়, তার বোনকে বাবার বাড়ি মনিরামপুর মোড়াগাছি থেকে শ্বশুর বাড়ি বালিয়াঢাঙ্গা নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে গলদা ও পলাশি বাজারে মাঝাামাঝি পৌছালে মাথা ঘুরে পড়ে যায়। এসময় ইটভাটার কাজে বব্যবহৃত একটি মাটিবাহি ট্রাক এসে তার বোনের মাথার উপরদিয়ে চলে যায়। পরে স্থানীদের সহযোগীতাই তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আছে।
যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সালউদ্দিন বাবু বলেন, হাসপাতালে আনার আগে তারর মৃত্য হয়েছে। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

