নিজস্ব প্রতিনিধি : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যশোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১২ টায় যশোর টাউন হল মাঠে প্রদীপ প্রজ্বলন মাধ্যমে রামকৃষ্ণ আশ্রম ও মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী উদ্বোধন করেন। শোভাযাত্রাটি যশোর টাউন হল মাঠ থেকে বের হয়ে নীলগঞ্জ মহাশ্মশানে শেষ হয়। যশোর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ ও জেলা পূজ্ উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

