নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নবনির্মিত নাহিদা জাহেদী ল্যাবরেটরী ভবনের উদ্বোধন করা হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের দেয়া অর্থে নির্মিত এ ভবনটি উদ্বোধন করা হয় শুক্রবার সকালে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী এবং রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস এর পরিচালক নাহিদা আক্তার জাহেদী।
সকালে পবিত্র ধর্মগ্রন্থসমূহ পাঠের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের। ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী কবির শাহরিয়ার জাহেদী সজল।অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক এম আর খাইরুল উমাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার বলেন, জাহেদী ফাউন্ডেশন শিক্ষা, ক্রীড়া, ধর্ম ও সামাজিক সহযোগিতার ক্ষেত্র যে অবদান রেখে চলেছে তা সকলের জন্য অনুকরনীয়। সমাজের দানশীল ব্যক্তিরা যদি এভাবে ভালো কাজে এগিয়ে আসেন তাহলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে একদিন।
জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিযার জাহেদী বলেন, আজ আমার পিতার ৩য় মৃত্যবার্ষিকীতে এমন একটি মহৎ কাজ করতে পেরে আমরা গর্বিত। পিতার দেখানো পথ ধরে আমাদের সামর্থ অনুযায়ী সমাজে অবদান রাখার চেস্টা করি। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা ও দোয়া করবেন।
সভায় ল্যাবরেটরী ভবনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য ২০ লক্ষ টাকার চেক প্রদান করেন ইনস্টিটিউটের প্রক্তন শিক্ষার্থী কবির শাহরিয়ার জাহেদী সজল। এর আগে ভবনটি নির্মাণে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ কোটি ২৫ লক্ষ টাকা দেয়া হয়।

