নিজস্ব প্রতিবেদক: যশোর সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।
বিকেল সাড়ে ৩টায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মতিউর রহমান বিমানঘাঁটির কমান্ডিং অফিসার মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বীরশ্রেষ্ঠ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের মাঝে উপহারসামগ্রী প্রদান করেন। সবশেষ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য অবসর প্রাপ্ত মেজর জেনারেল ডা. নাসির উদ্দিন, জেলা প্রশাসক মোহম্মদ আবরাউল হাছান মজুমদার,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারসহ ৩ বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের পাশাপাশি যশোর অঞ্চলের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

