মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরো খবর

যশোর:
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যশোরে এনটিভির ২০ বছরে পদার্পনকে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে যশোর প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী সায়েমুজ্জামান। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন স্থানীয় দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব প্রমুখ।
পরে প্রধান অতিথি সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটেন।
প্রধান অতিথির বক্তৃতায় এডিএম কাজী সায়েমুজ্জামান বলেন, সরকারী চাকরিতে আসার আগে তিনি ঢাকায় ১০ বছর সাংবাদিকতা করেছেন। সে সময়ের অভিজ্ঞতা ও এনটিভিতে অগ্নিকান্ডের কথা স্মরণ করে তিনি আবেগে আপ্লুত হন। তিনি বলেন, এনটিভি ভবনে অগ্নিকান্ডের খবর কভার করতে গিয়ে তিনি নিজেও উদ্ধারকাজে অংশ নেন। কারণে এনটিভিতে তার বেশ কয়েকজন ঘনিষ্ট বন্ধু সাংবাদিক কর্মরত ছিলেন। তিনি এনটিভির ঝকঝকে ছবি ও পরিচ্ছন্ন অনুষ্ঠানমালার প্রশংসা করে বলেন, অনেক মিডিয়া মালিকপক্ষের রাজনৈতিক বিশ্বাস বা ব্যবসায়ীক স্বার্থে কাজ করে থাকে, যা দর্শকের চোখে খুব সহজেই ধরা পড়ে। কিন্তু এনটিভির খবরে মালিকপক্ষের কোন হস্তক্ষেপ থাকে না, এটাই এনটিভিকে এতোদূর নিয়ে এসেছে। বারবার বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করেও এনটিভি ২০ বছরে সাফল্যের সাথে পদার্পণ করেছে। #

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ