নিজস্ব প্রতিনিধি
আজ যশোর সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে ৫০ তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গিত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচণা করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কামান্ডার মেজর জেনারেল মো: নুরুল আনোয়ার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন যশোরস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাটির কমান্ডার এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলী। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহীন চাকলাদার, শফিউল আযম চঞ্চল, আব্দুল হাই ও সংসদ সদস্য বীরেন সিকদারসহ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পবিারের সদস্যদের বিশেষ সম্মানা ও উপহারসামগ্রী প্রদান করেন। সর্বশেষ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোরে বর্ণাঢ্য আয়োজনে ৫০তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

