নিজস্ব প্রতিবেদক:ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের জেলা কমিটি গঠন উপলক্ষে মতুয়া কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শণিবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে জেলা মতুয়া মিশনের আহবায়ক স্বপন কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর। প্রধান অতিথি ছিলেন হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উপদেষ্টা এস এম ইয়াকুব আলী, হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়াল, যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান সমন্বয়ক (অব:) ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দশরত মন্ডল, বলদেব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অসীম মজুমদার, আজীবন সদস্য লক্ষণ চন্দ্র পাল, নির্বাহী সদস্য নিমাই চন্দ্র মন্ডলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে জেলা হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের আয়োজক কমিটিকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন এস এম ইয়াক্বু আলী।
উল্লেখ্য, সম্প্রতি সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ গোপালগঞ্জের ওড়াকান্দি ধাম মন্দির মহাতীর্থ স্থান পরিদর্শন করে এস এম ইয়াকুব আলী মণিরামপুরবাসীর পক্ষ থেকে মিউজিয়াম নির্মানের জন্য ৩ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান কমিটির নিকট প্রদান করেন।

