শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে বাউল শিল্পীদের নাচ গানসহ নানা আয়োজনে তথ্য অধিকার দিবস পালন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে বাউল শিল্পীদের সংগীত পরিবেশনসহ নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও এমআরডিআই যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত সভায় তথ্য কমিশনার শহিদুল আলম বলেন, তথ্য অধিকার আইন জনকল্যাণমুখী। যার জন্য এ আইন সেই জনগণ এগিয়ে না আসলে এটা কার্যকর হবে না।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, যশোর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসানসহ সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমারডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল।
এরআগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিতে সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সভা শেষে তথ্য অধিকার আইন নিয়ে শিক্ষার্থীদের অনলাইন প্রশিক্ষণে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ