বিশেষ প্রতিনিধি:শুক্রবার বিকেলে শহরের পূর্ব বারান্দীপাড়া কাঠালতলা শতদল রেজিঃ পৌর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেত হওয়ার অভিযোগে বিএনপি’র ২৫ নেতাকর্মীকে ৫টি ককটেল সাদৃশ্য হাত বোমাসহ গ্রেফতার করেছে। এসময় বিএনপি নেতা কর্মী ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
শুক্রবার রাতে মামলাটি করেন, কোতয়ালি থানার এসআই জয়বালা। গ্রেফতার হয়েছেন, ২৫জন। এরা হচ্ছে,যশোর শহরের মোল্যাপাড়া আমতলার মৃত শেখ মোদাচ্ছের হোসেনের ছেলে শেখ মনিরুল করিম ওরফে ফল নান্নু, বারান্দী মোল্যাপাড়ার মোস্তফা হাওলাদারের ছেলে সাইদুর রহমান ওরফে শাহিন ওরফে সাহিদ, পূর্ব বারান্দীপাড়ার মৃত শেখ আব্দুল বারিকের ছেলে এ্যাডঃ এস এম আব্দুর রাজ্জাক, নীলগঞ্জ শাহাপাড়ার মৃত নওয়াব আলী মন্ডলের ছেলে আব্দুর রব, বারান্দীপাড়া বৌ বাজারের মৃত ইউনুছের ছেলে আব্দুল কাদের, সিটি কলেজপাড়ার মৃত শেখ গোলামের ছেলে শেখ মোহাম্মদ, পূর্ব বারান্দী মালোপাড়ার আব্দুল কাইয়ূম খানের ছেলে তৌহিদুর রহমান, পূর্ব বারান্দী মোল্যা পাড়ার আব্দুর রশিদের ছেলে রাব্বি হোসেন, শংকরপুরের মৃত কাজী আমবিয়ার ছেলে তাইজুল ইসলাম তাজু, একই এলাকার মৃত সাত্তার হাওলাদারের ছেলে সিদ্দিকুর রহমান, একই এলাকার মৃত আরশেদ আলীর ছেলে মনিরুজ্জামান মানু, সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত দবির উদ্দিন বিশ^াসের ছেলে দাউদ ইব্রাহিম,সিরাজসিংহা গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে খালেকুজ্জামান,ভগবতীতলা গ্রামের আতিয়ার রহমান বিশ^াসের ছেলে হাফিজুর রহমান, শাহাপুর (আড়পাড়া ) গ্রামের মৃত সাকাওত আলীর ছেলে কাওছার আলী, পাঁচবাড়ীয়া ইছালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ছেলে সাইফুজ্জামান মুন্না, নওদাগ্রাম (শ্যামনগর) গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আবু খায়ের,শহরের পুরাতন কসবার মৃত আফছার আহম্মেদ সিদ্দিকীর ছেলে মুনির আহম্মেদ বাচ্চু, সদর উপজেলার রুপদিয়া পূর্ব পাড়ার মোস্তফার ছেলে শাহিন রহমান,জিরাট গ্রামের মৃত আব্দুস সালাম মোল্যার ছেলে আব্দুল গনি, তেঁতুলিয়া গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে প্রভাষক মনিরুজ্জামান, শহরের ওয়াপদা পাড়ার মৃত জহুরুল হক ভূঁইয়ার ছেলে মাহবুব হোসেন অপন ও তদন্তে প্রাপ্ত আসামী সুজলপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে নিছার আলী,ভাঁতুড়িয়া (চাঁচড়া) গ্রামের আবু তালেবের ছেলে মহাসীন আলী ও সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মুজিবর রহমান মোল্যার ছেলে ফারুক হোসেন। গ্রেফতারকৃতদের শনিবার ২০ মে দুপুরে আদালতে সোপর্দ করেছে।মামলার আসামীরা হচ্ছে, গ্রেফতারকৃতরা ছাড়াও উপশহর বাসা নং ডি ব্লকের মৃত শামসুর রহমানের ছেলে মিজানুর রহমান খান, শহরের হাজী মোহাম্মদ মহাসিন রোডের নুরুল ইসলামের ছেলে মারুফুল ইসলাম মারুফ,সদর উপজেলার বাউলিয়ার মৃত কাউসার আলীর ছেলে রবিউল ইসলাম,বাদিয়া ভেতুটিয়ার মোহাম্মদ আলীর ছেলে কাজী আজম, চান্দুটিয়া দক্ষিণপাড়ার বিলাত আলী মন্ডল ওরফে বিলার ছেলে শফিয়ার রহমান,নারাঙ্গালী গ্রামের মৃত ওসমান মুন্সীর ছেলে ইদ্রিস আলী,শহরের শাহ আব্দুল করিম রোডের ডাঃ নাজির হোসেন বিশ^াসের ছেলে এম তমাল আহম্মেদ, সদর উপজেলার আড়পাড়ার মৃত ওছিয়ার রহমানের ছেলে আমিনুর রহমান মধু, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মুনসুর মোল্যার ছেলে নাজমুল হোসেন বাবুল, শহরের আরএন রোডের আতাউল্লাহর ছেলে রাজিদুর রহমান সাগর, ষষ্টিতলা ফায়ার সার্ভিস রোডের চঞ্চল হোসেনের ছেলে কামরুজ্জামান বাপ্পি,ঝুমঝুমপুর গ্রামের ইমান আলী বিশ^াসের ছেলে জাহাঙ্গীর হোসেন, সুলতানপুর গ্রামের মৃত মকছুদুল হকের ছেলে আঞ্জুরুল হক খোকন খান,শহরের পূর্ব বারান্দীপাড়া বৌ বাজারের আব্দুল বারেক বাবুর্চির ছেলে তাকের হোসেন চুন্নু, জিরাট স্কুলপাড়ার বাবর আলী বাবুর ছেলে এসএম আবু রাসেল, রুপদিয়ার ইয়ার আলীর ছেলে হাসানুর রহমান লিটু, নরেন্দ্রপুর গ্রামের মৃত মানিক দফাদারের ছেলে আতিয়ার দফাদার, চাউলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সোহেল রানা তোতা, একই গ্রামের আনোয়ার বিশ^াসের ছেলে বিএম গোলাম রসুল, নরেন্দ্রপুর গ্রামের মান্নানের ছেলে আজিম হোসেন মিন্টু,নতুন উপশহর ডি ব্লক বাসা নং ১৯৬ এর মৃত মেজবাউল হকের ছেলে এ্যাডভোটেক সৈয়দ সাবেরুল হক সাবু, শাহ আব্দুল করিম রোড খোড়কীর মৃত খান গোলাম মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন খোকন, ভেকুটিয়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে খায়রুল ইসলাম ও তার ভাই সিরাজুল ইসলাম ও সুজলপুর গ্রামের শামসু ওরফে ভাংড়ি শামসুসহ অজ্ঞাতনামা আরো অনেকে।
মামলায় বাদি উল্লেখ করেন, শনিবার ১৯ মে বিকেলে শহরের আরএন রোডে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান বৈধ সরকারকে উৎখাত,বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তির দাবীতে সমাবেশ করার লক্ষ্যে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কাঠালতলা শতদল রেজিঃ পৌর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কতিপয় বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ন স্থাপনায় নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে অর্ন্তঘাতমূলক হামলা করার জন্য লাঠি- সোটা,ইটপাটকেল ও ককটেল/ বোমা নিয়েঢ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪ টায় ঘটনাস্থলে পৌছালে পুলিশের পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষুদ্ধ বিএনপি’র নাশকতাকারী লোকজন পুলিশ দেখে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে দিক-বিদিক ছোটাছুটি করে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হতে ২২জনকে গ্রেফতার করে। এ সময় সাইদুর রহমান ওরফে শাহিনের ডান হাতে থাকা প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে বালু দ্বারা বিশেষ কায়দায় লুকানো বিস্ফোরনের জন্য লাল কসটেপ দ্বারা মোড়ানো ৩টি ককটেল সাদৃশ্য হাত বোমা এবং রাব্বি হোসেনের কাছে থাকা ২টি ককটেল সাদৃশ্য হাত বোমা,৩টি কাঠের লাঠি মনিরুল করিম আব্দুল কাদের, মুন্নার দখল হতে উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা তাদের নাম ও পলাতক আসামীদের নাম প্রকাশ করেন। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। এছাড়া,বাকী তিনজনকে বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয় ।#

