শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে বিকাশ এজেন্টের কাছ থেকে  ৯০ হাজার টাকা হাতিয়েছে প্রতারক চক্র

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের বেজপাড়া তালতলা মোড়ে এক বিকাশ এজেন্টের কাছ থেকে কৌশলে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
এজেন্ট কামরুল হাসান জানান, মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে বিকাশ–নগদ কর্তৃপক্ষের লোক পরিচয় দিয়ে তার নম্বরে কোড বসাতে বলা হয়।
তিনি কোড পাঠানোর পর বিকাশ থেকে ১৯,৯০০ টাকা এবং নগদ থেকে ৬৯,৯৮০ টাকা তুলে নেয় প্রতারকরা। এ সময় তার এজেন্ট নম্বরও লক হয়ে যায়। বিষয়টি বুঝে তিনি কোতয়ালি থানায় অভিযোগ করেন এবং পরে সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স ব্রাঞ্চে লিখিত অভিযোগ দাখিল করেন।

আরো পড়ুন

সর্বশেষ