নিজস্ব প্রতিবেদক: যশোর মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজিবি দিবস এবং মহান বিজয় দিবস যথাযথভাবেে উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা মঙ্গলবার যশোরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ,বীর মুক্তিযোদ্ধা জাসদ সভাপতি রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস শহীদ লাল, বীর মুক্তিযোদ্ধা আফজান হোসেন দোদুল,বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, এডভোকেট মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সরোয়ার আলম খান দুলু প্রমুখ।
এসময় সিদ্ধান্ত হয় যে ৬ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবসের নানা কর্মসূচি পালন করা হবে।
উক্ত অনুষ্ঠান মালায় সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহন ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

