নিজস্ব প্রতিবেদকঃ যশোরে বিজয়ের বায়ান্ন বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা করেছে। শুক্রবার সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া কোলনি মোড়ে শীতার্ত মানুষের মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয়।
নিশাত তাসনিম এন্টারপ্রাইজের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরে আলম রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুল ইসলাম (সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামিলীগ ও চেয়ারম্যান ৯নং আরবপুর ইউনিয়ন পরিষদ), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস.এম.ফরহাদ (যুগ্ন-সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন যশোর ও ৭১ টিভি জেলা প্রতিনিধি)।
প্রধান অতিথির বক্তব্যে শাহরুল ইসলাম বলেন, আমরা যারা ইসলাম ধর্মের মানুষ তাদের ভিতরে হিংসা, বিভেদ, গীবত ইত্যাদি থাকতে নেই। কেউ মাংশ দিয়ে খায় আবার কেউ ডাল দিয়ে খায় তাতে মনে কষ্ট পেতে বা হিংসা করতে নেই, মালিকের কাছে কবুল বলতে হবে। মালিককে বলতে হবে মালিক তুমি ওকে মাংশ দিয়ে কবুল করেছো তাতেই আমি খুশি। এছাড়া শুধু নিজেদের চিন্তা করলে হবেনা আমরা পেলে তাদের পাওয়ার জন্যও ব্যবস্থা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এস.এম. ফরহাদ বলেন, আল্লাহ আমাদের সকলের সমান অর্থের অধিকারি করে পাঠাইনি। কেউ উপহার দিবে আবার কেউ উপহার নিবে। এই কম্বল আপনাদের অনুদান দিচ্ছিনা আপনাদের উপহার দিচ্ছি। আপনারা কেউ আনুদান মনে করবেননা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলমাজ আলী, তোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, কহিনুর বেগম, সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন ও যুবলীগ নেতা ফারুক হোসেন, আবু সালেক, মুক্তার হোসেন প্রমুখ।

