শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে বিদেশী মদসহ প্রাইভেটকার চালক আটক

আরো খবর

বিশেষ প্রতিনিধি:জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সোমবার ২৯ জানুয়ারী সকালে যশোর বেনাপোল মহাসড়কের যশোরের সদরের নতুন হাট এলাকায় যশোরগামী প্রাইভেট কার বহনকারী বিদেশী মদসহ এক যুবক গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক ওরফে আব্দুল্লাহ।

তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের বর্তমানে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এ্যাডভোকেট খোকনের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আাইনে মামলা হয়েছে। মামলাটি করেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই রইচ আহমেদ।

এামলার বাদি উল্লেখ করেন,সোমবার ২৯ জানুয়ারী সকালে গোপন সূত্রে খবর পান বেনাপোল থেকে যশোর গামী একটি প্রাইভেট কার বিদেশী মদ নিয়ে আসছে। উক্ত খবরের ভিত্তিতে তিনিসহ একদল পুলিশ যশোর সদর উপজেলার নতুন হাট বাজারের জাহাঙ্গীর ফল ভান্ডার এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অবস্থান নেয়।সকাল পৌনে ৭ টায় বেনাপোল থেকে যশোর গামী সাদা রংয়ের টয়োটা প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-১২-১১৪৯) কাছাকাছি আসলে প্রাইভেট কারটি থামার সংকেত দিয়ে প্রাইভেট কারটি থামিয়ে প্রাইভেট কার থেকে চালক আব্দুর রাজ্জাক ওরফে আব্দুল্লা নামে।

এসময় প্রাইভেট কারের মধ্যে থাকা ৪০ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করে। পরে এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দিয়ে প্রাইভেট কার ও বিদেশী মদ জব্দ করে চালককে আদালতে সোপর্দ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ