শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎ অফিসের কর্তব্যরত অবস্থায় একজন কর্মচারী  নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে, সদর উপজেলার এড়ান্দা গ্রামে মুনছুর আলীর ছেলে জনি হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত কর্মচারী হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার আমিরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২৪)। ও যশোর পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যানের চাকরি করতেন।
সিনিয়র জেনারেল ম্যানেজার ইন্জিনিয়ার হরেন্দ্র নাথ বর্মন জানান, আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে যশোর সদর উপজেলার এড়ান্দা গ্রামে মুনছুর আলীর ছেলে জনি হোসেনের বাড়িতে মিটার পরিবর্তন করার সময় অসাবধানত বসত বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরে আমাদের অফিসের অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে আসলে হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক জোবাইদা মৃত ঘোষণা করে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) দেবাশীষ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইন গত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ