শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে বিদ্রোহী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আরো খবর

বিশেষ প্রতিনিধি
মহান বিজয় দিবস  উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এর বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ প্রকাশনা উৎসব বৃহস্পতিবার  বিকালে যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, কবি ও প্রাবন্ধিক বিভুতিভুষণ মন্ডল।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
বক্তব্য রাখেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, গবেষক মোহাম্মদ মনিরুজ্জামান, আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ