নিজস্ব প্রতিবেদক:নানা কর্মসূচির মধ্যে দিয়ে যশোরে পালিত হচ্ছে দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৫ তম হত্যাবার্ষিকী।
দিবসটি উপলক্ষে সকালে কালো ব্যজ ধারন, শোকর্যালি , শহীদ সাংবাদিক মুকুল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রেসক্লাব যশোর,সাংবাদিক ইউনিয়ন যশোর,যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে যশোর প্রেসক্লাব আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে রানার সম্পাদক সাইফুল আলম মুকুল শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে যাওয়ার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন। পরদিন নিহতের স্ত্রী হাফিজা আক্তার শিরিন কারো নাম উল্লেখ না করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
যশোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মুকুল হত্যা বার্ষিকী পালিত

