শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে বিলাতি মদসহ ভারতীয় নাগরিক আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে ২২ বোতল বিলাতি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা। আটক বলরাম সরকার ভারতের বনগাঁ গ্রামের মদন সরকারের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পুলেরহাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওই এলাকায় বিদেশী মদ নিয়ে এক যুবক অবস্থান করছে। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে বলরাম। পরে তাকে আটক করে তার কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ওই ২২ বোতল মদ উদ্ধার করা হয়। যার দাম ৩০ হাজার টাকা। এঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ