নিজস্ব প্রতিবেদক: সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর একমাত্র কন্যা, মা হযরত ফাতেমা জাহরা (রা.)-এর পবিত্র জন্মবার্ষিকীকে উপলক্ষে যশোরে “বিশ্ব ইসলামী নারী দিবস” উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ইনকিলাব-এ-মাহদী মিশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে সেমিনার ও র্যালির আয়োজন করা হয়।
মিশনের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদী ফাউন্ডেশনের অ্যাক্টিং ডিরেক্টর হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী হাইদার, কোরআন শিক্ষা প্রকল্পের পরিচালক হুজ্জাতুল ইসলাম মাওলানা সাইয়্যেদ সাবের রেজা রিজভী, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ীর পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম মাওলানা কামরুজ্জামান আবীর, একই ইমামবাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন, স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোস্তফা খান ফিরোজ এবং কার্যকরী সমন্বয় পরিষদের উপদেষ্টা আতাহার হুসাইন প্রমুখ।
শার্শা হুসাইনী শিয়া জামে মসজিদের সভাপতি ডা. রেজাউল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিদুল ইসলাম বাবু।সেমিনার শেষে উপস্থিতদের মাঝে বই বিতরণ এবং তাবারুক প্রদান করা হয়।

