শেখ সোহরাব: যশোর জেলা পরিষদের উদ্যোগে ১শ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে জেলা পরিষদের চেক প্রদান করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে জেলা পরিষদের নিজস্ব (রাজস্ব) তহবিল থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সোমবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এই চেক বিতরণ করেন জেলা পরিষদের চেযারম্যান সাইফুজ্জামান পিকুল।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ (মিন্টু), সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান সরদারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

