নিজস্ব প্রতিবেদক করোনা পত্রিরোধে যশোরে উৎসবমুখর পরিবেশে দেয়া হয় বুষ্টার ডোজ। জেলার ৮টি পৌর সভা ও ৯৩ টি ইউনিয়নে ৩টি করে বুথে সকাল ৮ টা থেকে এই বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয় এবং বিরতিহীনভাবে তা চলে বিকাল ৩ টা পর্যন্ত।
সকাল থেকে উৎসবের আমেজ ছিল ইউনিয়নগুলোতে। এদিন জেলায় টিকা নিয়েছেন এক লাখ ৬১ হাজার নয়শ’ ৬৯ জন। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন চারশ’ ৪১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন দু’হাজার সাতশ’ ৪৬ ও বুস্টার উৎসবে গণটিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার আটশ’ নয়জন।
সরকারি নির্দেশনা অনুযায়ী এদিন যশোরসহ সারা দেশে ‘বুস্টার দিবস’ ঘোষণা করে মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধী বুস্টার ডোজ টিকা প্রদান করার কর্মসূচি গ্রহণ করা হয়। যশোরে দুশ’ ৮১ কেন্দ্রে একযোগে গণটিকা কার্যক্রমে একদিনে এক লাখ ৩৬ হাজার পাঁচশ’ জনকে বুস্টার ডোজ প্রদানের টার্গেট নির্ধারণ করে স্বাস্থ্যবিভাগ।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, যশোরে দুশ’ ৮১ কেন্দ্রে একযোগে টিকা দেয়া হয়েছে। বুস্টার উৎসবে এদিনে জেলায় এক লাখ ৫৮ হাজার আটশ’ নয় জনের বুস্টার ডোজ দেয়া হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৩১ হাজার চারশ’ ৩২ জন। এছাড়া, অভয়নগরে ১২ হাজার সাতশ’ ৩৪, বাঘারপাড়ায় ১৭ হাজার চারশ’ ৭৪, চৌগাছায় ১২ হাজার দুইশ’ ৮৭, ঝিকরগাছায় ১৬ হাজার ছয়শ’ ৬৫, কেশবপুরে ১২ হাজার ৫৪, মণিরামপুরে ৩৬ হাজার তিনশ’ ৯০ ও শার্শায় ১৯ হাজার সাতশ’ ৮২ জন টিকা নিয়েছেন।

