শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:আজ (বৃহস্পতিবার) থেকে যশোরে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান। সকালে স্থানীয় টাউন হল মাঠে এই মেলা উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পুলিশ সুপার প্রলয় জোয়ারদ্দার ও বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম বক্তব্য রাখেন। সভাশেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়। জেলাপ্রশাসন ও বন বিভাগ আয়োজিত মেলায় ৩০ টি স্টল বসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পদ্মাসেতু, মেট্রেরেল, কর্ণফুলী ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটেলাই, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সকলকে বৃক্ষ রোপনের আহ্বান জনান। পরে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
আগামী ২৬ জুলাই বুধবার বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শেষ হবে।

আরো পড়ুন

সর্বশেষ