‘নিজস্ব প্রতিবেদক:রক্তদান’ দাতা- গ্রহীতা দু’জনার জীবনকেই নিরাপদ করে’, ‘অর্থ সম্পদ দান করলে সমাজে সম্মান বাড়ে, ‘আপনার দেওয়া রক্ত হতে পারে, অন্যের বেঁচে থাকার মূল চালিকা শক্তি’ এমন ভাষায় উদ্বুদ্ধ করে যশোরে বিশ্ব ভালবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান উৎসব।
‘ নিজে রক্ত দিন, অন্যকেও রক্তদানে উৎসাহিত করুন’ এমন আহ্বান জানিয়ে যশোর পৌর উদ্যানের সবুজ চত্বরে সোমবার দিনব্যাপী উচ্ছ্বাস উদ্দিপনায় উদযাপিত হয় এ স্বেচ্ছায় রক্তদান উৎসব।
এ ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, থ্যালাসেমিয়া সমিতি যশোর, আমার যশোর, উৎসব, টেকনোলজি লিমিটেড, উৎসব কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট।
সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন।
সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
ভালোবাসা দিবসে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দিনের বিভিন্ন সময়ে মানুষকে রক্তদানের উপকারিতা, স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে আলোকপাত করে এ উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, জেলা পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রণব দাস, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান জহির ইকবাল নান্নু প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন রক্তদান উৎসব এর আহ্বায়ক অজয় দত্ত ও সদস্য সচিব গোপাল চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ শওকত মাহমুদ খান, মেডিকেল কর্মকর্তা কামরুল হাসানসহ যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক।
এ উপলক্ষে ‘রোগী ও রক্তদান’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন স্বেচ্ছা প্রণোদিত হয়ে রক্তদান করেন শতাধিক তরুণ তরুণী।

