শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জন জীবন

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি :
যশোরে প্রচান্ড তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ট জন জীবন। শুকিয়ে যাচ্ছে গাছ। বিশেষ কাজ ছাড়া অনেকে বের হচ্ছেনা ঘর থেকে। ঠান্ডা নিবরনে অনেকে তালের শাস খেয়ে তৃষ্ণা নিবারন করছেন।  ফাঁকা হয়ে পড়ছে বাজার এলাকা।
 তাপ মাত্রা বৃদ্ধি পাওয়ায় ট্না দুই থেকে তিনদিন পড়ছে প্রচন্ড গরম। বন্দর শ্রমিক কৃষকসহ শ্রমজীবি মানুষেরা তাপদাহে হাপিয়ে উঠছে। ফেনের বাতাসও যেন  গরম হয়ে উঠছে। গরমের কারনে সকাল ১০ টার পর অনেকে বের হচ্ছেনা ঘর থেকে। তারপরও রয়েছে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট।বেলা বাড়ার সাথেই বাড়ছে তাপ প্রবাহ। হাপিয়ে উঠছেন ব্যাবসাযিরাও। ৩৭  ডিগ্রির উর্ধ্বে পারদ উঠছে বেনাপোলে।
  শ্রমজীবি ও স্থানীয়রা বলেন গরমে কোন কাজ করতে পারছেন না তারা। শহর এলাকায় গনমে নাভিশ্বাস বাড়ছে মানুষের।
তাপদাহ বাড়ায বেড়েছে তালের শাস বিক্রি। ৬থেকে৮ টাকায় বিক্রি হচ্ছে প্রতিপিচ শাস ফলে খুশি বলে জানান বিক্রেতারা।

আরো পড়ুন

সর্বশেষ