প্রেস বিজ্ঞপ্তিঃ যশোর জেলা মৎস্য অফিসের পক্ষে জেলার অসহায় মাছ চাষীদের মাছ উৎপাদনে উৎসাহ প্রদানের জন্য বৃহষ্পতিবার সকাল দশটায় মৎস্য ভবনে তিনটি সেচ পান্প, উন্নত মানের জাল ও ৪৪ বস্তা বিভিন্ন প্রজাতির মাছের মৎস্য খাদ্য বিতরণ করেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, লিপি পাল, জয়নুল ইসলাম, যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক ও সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা, জেলা মৎস্য জীবী লীগ নেতা সেলিম রেজা বাদশা, শাহিদ ইমরান সবুজ, সাধন মল্লিক রনি, শেখ সাদেক, আতাউর রহমান বাবলু প্রমুখ। উপকরণ বিতরণ কালে যশোর জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, বর্তমান সরকার মাছ চাষীদের মাছ চাষে আগ্রহ সৃষ্টি ও মাছ উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ে উপকরণ বিতরণ করা হয়। এসময় যশোর জেলা সরকারি জলমহাল কমিটির সদস্য মোঃ আবু তোহা বলেন, যশোর জেলা মৎস্য জীবী লীগের পক্ষ থেকে বিগত করোনা ভাইরাসের সংক্রমণ কালে জেলার ৯৩ টি ইউনিয়ন ও ৮ টি পৌর সভায় অবহেলিত মৎস্য জীবী দের মাঝে খাদ্য সামগ্রী ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র নির্দেশনা মোতাবেক অবহেলিত মৎস্য জীবী দের কল্যানে মৎস্য জীবী লীগের পক্ষ থেকে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
যশোরে মাছ চাষীদের মাঝে জাল ও ফিস ফিড বিতরণ

