নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল ও অভয়নগর এলাকা থেকে পৃথক তিনটি অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হেরোইন ও দুই কেজি গাঁজা সহ চারজন আসামিকে গ্ৰেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার কদমতলা বারপোতা এলাকা থেকে ছয়দুল ইসলাম (৬৩) কে তার বসত বাড়ির শয়ন কক্ষ হতে ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করেছে।
অপরদিকে, বেনাপোল ভবেরবেড় এলাকা থেকে ২০ পুরিয়া হেরোইনসহ সিনথিয়া আক্তার (২২) কে গ্ৰেফতার করেছে।
সে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্ৰামের জাফরের মেয়ে।
আরেক অভিযানে, সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে প্রেমবাগ বাজার এলাকা হতে দুই কেজি গাঁজাসহ মমিন গাজী(৫২), এবং মুন্না খান(৪৩) নামের দুই জন মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে।
আটক আসামি মমিন খুলনা জেলার সদর থানাধীন রেলওয়ে ঘাট কলোনি এলাকার গফুর গাজীর ছেলে এবং আসামি মুন্না খান নূর ইসলাম একই থানার গ্ৰীন ল্যান্ড আবাসন সি ব্লকের মৃত আঃ মান্নান খানের ছেলে।
আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

